ইমরান হোসেন,বটিয়াঘাটা // খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা বাটারমোড়ে বিকাশ দাশের বাড়ির পিছনে কাজীবাছা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৮টায় স্থানীয় ফজিলা বেগম (৬০) নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে চিৎকার করে আশেপাশে লোকজন জড়ো করে।পরে স্থানীয়রা বটিয়াযাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নৌ পুলিশ, পি বি আই, সিআইডি ফরেনসিক টিম নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।লাশটির গায়ে নীল রং এর গোল গলা গেঞ্জি, গ্যাভেডিং বিস্কুট রং এর প্যান্ট ছিলো, তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২৮ বলে পুলিশ জানায়।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।