হুদা মালী,সাতক্ষীরা // শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনীতে চ্যারিটি বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।ক্রীড়াকে আঁকড়ে ধরি,মাদক কে না বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৩০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫ টায় বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডেমির আয়োজনে কলবাড়ি জলিল মোড় সংলগ্ন বালুর মাঠে ,জনপ্রতিনিধি শিক্ষক,সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শক শ্রোতাবৃন্দে উপস্থিতিতে খুলনা ফুটবল একাডেমি মহিলা দল ও স্কুল লাইন নড়াইল মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের সমন্বয়ে এক চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাই নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে মাধ্যমে ৩-১ গোলে নড়াইল জেলা মহিলা ফুটবল একাডেমির জয়লাভ করে।খেলায় বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যারিটি ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আইয়ুব ডলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফা।আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নিরাপদ বাইন, বিড পুলিশিং ইনচার্জ পিংকু মন্ডল, এ এস আই লিয়াকত হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ধারাভাষ্য হিসেবে ছিলেন মোঃ শাজাহান সিরাজ, আব্দুল্লাহ সিদ্দিকী,মহিবুল্লাহ ও রবিউল ইসলাম। শ্যামনগর রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সমপ্দাক তৈহিদুর রহমান বাবলুর নেতৃত্বে খেলা টি পরিচালনা করেন আবু সুফিয়ান ও তার সংগীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।