মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // আজ শনিবার খুলনা জেলার ঐতিহ্যবাহী বটিয়াঘাটা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার শেখ আব্দুল হামিদ,সহকারি নির্বাচন কমিশনার এস এম ফরিদ রানা ও আবু হেনা মুক্তি এবং অতিরিক্ত নির্বাচন কমিশনার মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণকারি প্রার্থীরা হলেন,সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী করেন ৩ জন প্রার্থী। এরা হলেন এনায়েত আলী বিশ্বাস, কবির আহমেদ খান, মোঃ ইমরান হোসেন মোল্ল্যা।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন প্রার্থী হলেন অমলেন্দু বিশ্বাস, হিরামন মন্ডল সাগর, মোঃ আহসান কবির, মোঃ আসাদুজ্জামান, মোঃ বাকির হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ জন প্রার্থী হলেন মোঃ মনিরুজ্জামান শেখ, মহিদুল ইসলাম শাহীন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ জন প্রার্থী হলেন মোঃ সোহরাব মুন্সী, মোঃ আল আমিন গোলদার। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ জন প্রার্থী হলেন অজিত রায়, মোঃ তরিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থী হলেন কাজী আতিক, আরিফুজ্জামান দুলু, ইমরান হোসেন, তুরান হোসেন রানা, মহাব্বত আলী খান, মোঃ সোহেল রানা মোল্ল্যা।
মোট ৩৩ জন সাংবাদিক ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। বিজয়ী হয়েছেন যারা সভাপতি পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবির আহমেদ খান, সহ-সভাপতি পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিরামন মন্ডল ও ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান কবির। সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ তরিকুল ইসলাম।
কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন ১৮ ভোট পেয়ে মোঃ আরিফুল ইসলাম দুলু,২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ তুরান হোসেন রানা,২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা মোল্ল্যা,২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজি আতিক। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এর পক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল রানা।
শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচিত সাংবাদিক প্রতিনিধিরা ঐতিহ্যবাহী বটিয়াঘাটা প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও শুভাকাঙ্খীদেরর আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।