এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি// শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বেগবান হয়।গতকাল দুপুর ১২ টায় উপজেলার নগরঘাটস্ত ভৈরব সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের একথাগুলি বলেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি।
তিনি আরো বলেন ভৈরব সেতু ও প্রস্তাবিত আড়ুয়া সেতু চালু হলে দিঘলিয়া, গাজীরহাট, কালিয়া, তেরখাদা সহ এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাবস্হার অভূতপূর্ব উন্নয়ন হবে, বিভাগীয় শহর খুলনার সাথে দুরত্ব ও যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে। ভৈরব সেতু চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যাবস্হার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে তাতে একধাপ এগিয়ে যাবে।ভবিষ্যতে ভৈরব সেতু ও আড়ুয়া সেতু (প্রস্তাবিত) হয়ে সরাসরি রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপিত হবে।তার সুফল এঅঞ্চল তথা খুলনা জেলার মানুষ পাবে।খুলনার সাথে ঢাকার দুরত্ব কমে যাবে প্রায় ৪০ কিলোমিটার। সে লক্ষ্যে ইতিমধ্যে এ অঞ্চলের রাস্তা প্রস্হতকরনের জন্য বৃহত্তর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ সেতু চালু হলে এঅঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নবদীগন্তের সূচনা হবে। এসময় তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে পারবে না। দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের অগ্রযাত্রায় আমরা গর্বিত। এ সময় তিনি ঠিকাদার প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সওজের কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।
এ সময় খুলনা জেলার সড়ক ও জনপদ অদিধপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ,উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান,ঠিকাদারি প্রতিষ্ঠানের এস ডি মাহবুবুর রহমান, দিঘলিয়া থানার অফিসার ইনজার্চ রিপন কুমার সরকার,উপজেলা ইন্জিনিয়ার মোঃ সাইফুল্লাহ কামাল তারেক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনে,জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম, মুকুল শেখ, এফ এম আব্দুস সালাম, মোতালেব হোসেন,দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন,গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু,সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম মল্লিক, সহ-প্রচার সম্পাদক মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, এমপির প্রধান সমন্বয়ক মোঃ নোমান ওসমানী রিচি,প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মোল্লা মোকসুদুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম,হামিম মোল্লা,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, রানা মোল্লা, রুবেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাখী বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মিরাজুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সরদার, সাবেক আহ্বায়ক মোল্লা হামিম হোসেন, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি দিঘলিয়া উপজেলার পথের বাজার হতে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন অফিস (দিঘলিয়া অংশের) সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং সেনহাটি, গাজীরহাট, বারাকপুর ও দিঘলিয়া ইউনিয়নে অবস্থিত বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যাক্তিগত তহবিল হতে অর্থ সহায়তা প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।