মুন্সী মোয়াজ্জেম হোসেন,শালিখা,থানা প্রতিনিধি // মাগুরার সদর উপজেলার মাঝাইল গ্রামে মৃত হাজারী শেখের পুত্র আরোজ আলীকে পৌত্রিক ভিটায় বাড়ী নির্মানে বাধা ও তার বড় ভাই শাহাদৎ শেখ এর বাড়ী থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় কতিপয় ব্যাক্তি।এ ব্যাপারে আরোজ আলী মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মাগুরা বরাবর ২ অক্টোবর সহযোগীতার জন্য লিখিত আবেদন করেছেন।
তার আবেদন থেকে জানাযায়, আরোজ শেখ ১০২ নং মাঝাইল মৌজার হাল দাগ নং ৫৫৬,জমির পরিমান ৪১ শতক।সেখানে সে প্রায় ৩০/৪০ বছর পাকা ওয়াল করা বাড়ী করে বসবাস করছেন।সম্প্রতি পূরাতন ঘরটি ভেঙ্গে নতুন ঘর নির্মানের সময় প্রতিবেশী হারুন অর রশিদ,সিরাজুল ইসলাম, ইয়ামিন ও ইমামুল সহ অনেকে বাধাদেয়।এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এ ব্যপারে বাদী আরোজ শেখ তার বড় ভাই শাহাদৎ শেখ,অপর ভাই জিয়ারুল শেখ,ভগ্নিপতি মোঃ বসির আহম্মদ গ্রামবাসী হালিম শিকদার,মিলন বিশ্বাস, আশকার বিশ্বাস,লিটু মন্ডল,জিয়ারুল মন্ডল ও রূস্তম বিশ্বাসসহ অনেকই বলেন, বিবাদীগণ আরোজ শেখের বাড়ী নির্মানে বাধা দিচ্ছেন।যেখানে সে ৩০/৪০ বছর বাড়ী করে গাছপালা লাগিয়ে বসবাস করছেন।
তারা আরো বলেন,বিবাদীগণ বাদীর বড় ভাই শাহাদৎ শেখের বাড়ীর পথ বন্ধ করে দিয়েছে।বিবাদী হারুন অর রশিদ যেহেতু জেলা প্রশাসকের অধিনস্ত প্রসেস সার্ভেয়ার, তাই তারা সকলে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের নিকট বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করে আরোজের বাড়ী নির্মান ও তার বড় ভাই এর বাড়ী থেকে বের হওয়ার পথ উন্মুক্ত করে দেয়ার দাবী জানান।
এব্যপারে রাঘব দাইড় ইউনিয়নে অস্থায়ী দায়ীত্ব প্রাপ্ত এসআই আনোয়ার হোসেনের কাছে মোবাইলে জানতে চাইলে বলেন, আমি উভয় পক্ষের কাছে গিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলকে অনুরোধ করেছি।তারা যেন আইন হাতে তুলে না নেয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।