সোহেল পারভেজ,কেশবপুর প্রতিনিধি// সাংবাদিক মিলন দে’র ভাইয়ের মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের শোক প্রকাশ। কেশবপুর প্রেসক্লাবে সদস্য ও স্থানীয় দৈনিক স্পন্দন পত্রিকার পৌর প্রতিনিধি মিলন কুমার দে’র বড় ভাই স্বপন কুমার দে’র আকষ্মিক মৃত্যু হয়েছে।তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীসহ সংগঠনের সদস্য বৃন্দ সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও পৌর শহরের “স্বপন জুয়েলার্সের” ও “স্বপন মোবাইল হাউজের” স্বত্বাধিকারী মৃত জগন্নাথ দে (পাচু) এর জেষ্ঠ পুত্র স্বপন কুমার দে (৪৩)আজ সোমবার সকাল ৮.৪৫ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়লে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।মৃত্যু কালে তিনি তার ১ স্ত্রী,১ পুত্র ও ১৬ দিন বয়সী ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,কেশবপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক,পলাশ কুমার মল্লিক,দৈনিক স্পন্দন পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তার শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে কেশবপুর পৌর শহরের জুয়েলার্স ও মোবাইল ব্যবসায়ী সমিতি তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।পরিবার সূত্রে জানা গেছে,সোমবার বিকেলে কুঠি বাড়ি মহা-শ্মশানে তাকে সৎকার করা হয়। উল্লেখ্য,গত ৩ মাস পূর্বে তার পিতা জগন্নাথ দে (পাচু) প্রয়াত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।