মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে অভিভাবকদের স্বতঃস্ফুর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নিবার্চন।
নির্বাচনে ৮ জন পুরুষ ও ২ জন মহিলাসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করে ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন এস এম মাহামুদুল হাসান (প্রথম-২৫৮ ভোট),মোঃ আজাহের মোল্যা (দ্বিতীয়-২৪৮ ভোট), খন্দকার ফয়সাল আলী(তৃতীয়-২৪৩ ভোট), মো. হাফিজুর রহমান (চতুর্থ-২১৯ ভোট) এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোসা. সুখিয়া খানম ২৪০ ভোট পেয়ে।
এ নিবার্চনে ৫৩৩ জন ভোটারের মধ্যে ৪২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।