স্টাফ রিপোর্টার,সরদার বাদশা// খুলনায় নিসচা’র মতবিনিময় সভায় খালেক বলেন মৃত্যুর ভয় আমাদের সবার আছে। তাই সবাই নিরাপদ সড়ক চাই সমন্বিতভাবে এটা বাস্তবায়ন করতে পারলে সড়ক দূর্ঘটনা হ্রাস পাবে।আমাদের প্রায় ৩০০-৩৫০ রাস্তার কাজ চলছে। প্রত্যেকটা রাস্তায় ফুটপাত রয়েছে। এই ফুটপাতগুলো তৈরি করি পথচারীরা যাতে হাঁটতে পারবে তার জন্য। কিন্তু আমাদের দেশের এক শ্রেণির মানুষ মনে করে ফুটপাত হলো তাদের ব্যবসার কেন্দ্রবিন্দু। এ বিষয়ে আমরা যখন কথা বলি তখন অনেক সচেতন নেতাও তাদের পক্ষে কথা বলে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র আরও বলেন, নেতারা কেন ফুটপাতের হকারদের পক্ষে থাকে তা জানি না তবে বেশির ভাগ নেতা তাদের পক্ষে থাকেন। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। একদিকে বলা হবে এক্সিডেন্ট কেন হয়। অন্যদিকে ফুটপাতে মানুষ হাঁটতে পারে না। হকার উঠাতে গেলে ওদের জন্য বিকল্প ব্যবস্থা করতে বলে।
গতকাল (৮ই অক্টোবর) শনিবার বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
প্রধান বক্তার বক্তৃতায় ইলিয়াস কাঞ্চন বলেন,অনেকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরেনা। প্রত্যেককে তার কমিউনিটিকে ঠিক করতে হবে। পুলিশ যদি কাউকে আটকায় তাহলে সে যদি তার কমিউনিটির নেতাকে ফোন দেয় নেতা আবার পুলিশকে ফোন দেয় তাহলে তো হবে না। সব জিনিসের একটা সঠিক নেতৃত্বের দরকার আছে।নেতৃত্ব না থাকলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। বঙ্গবন্ধু সে রকম নেতা ছিল বলেই দেশ স্বাধীন করতে পেরেছেন। কিন্তু আমরা নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বুঝি।
নিরাপদ সড়ক চাই (নিসচা)খুলনা মহানগর কমিটির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা,খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিসচা’র উপদেষ্টা নজরুল ইসলাম মঞ্জু, সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান মাসুদ, বিআরটিএ খুলনার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ।
সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগরের সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা’র নগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মলিক সুধাংশু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু ডুমুরিয়া উপজেলার (নিসচা )সভাপতি খান মহিদুল ইসলাম, কবি তুষার কান্তি দত্ত সরদার বাদশা সহ ডুমুরিয়া উপজেলার আরো অনেকে প্রমুখ।
এর আগে সকাল ১০টায় কুয়েট রোডের খুলনা মহিলা করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় প্রতিষ্ঠানের সেমিনার হলে নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখা ‘সড়ক নিরাপত্তা বিষয়ক চালক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মোটিভেশনাল ট্রেনিং প্রদান করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল, নিসচা’র উপদেষ্টা শ্যামল সিংহ রায় ও লিটন এরশাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ। কর্মশালায় বক্তৃতা করেন আসাদুর রহমান, এস এম আজাদ হোসেন, রোকনুজ্জামান রোকন, এম নাহিদুল ইসলাম ও শেখ মোহাম্মদ আলী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।