সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্হা দলিত’র উদ্যোগে এবং উপজেলায় বাস্তবায়িত কমিউনিটিতে ন্যায় বিচারে প্রবেশাধিকার (এ্যাকসেস টু জাস্টিস এট কমিউনিটি) বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে প্রকল্পের কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার(২৪জানুয়ারী)দুপুরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। সভায় উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ও ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্যে।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে এবং বিগত তিন মাসের কাজের অগ্রগতি সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের সাবেক জেলা প্রকল্প কর্মকর্তা (ডিপিও)সরফরাজ আহম্মেদ খান।
সভায় উপস্হিত ছিলেন ফোকাল পার্সন নিতাই চন্দ্র দাস, মনিটরিং এন্ড এভুলিয়েশন কর্মকর্তা(এমইও) ইকবাল জামিল, ডিপিও বিনয় কৃষ্ণ রানা, প্রকল্পের কমিউনিটি প্যারালিগ্যাল(সিপি) মেহনাজ রেজা মিম্মা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার ইশরাত মেইরী মুমু।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।