এস.এম.শামীম দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি// খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ বজলুর রশিদ।ব্যাংক ঋণ খেলাপীর দায়ে একজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেছেন।
আজ সোমবার ছিল দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের দিন।গত ৬ অক্টোবর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।এ দিন ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।গতকাল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। মনোনয়নপত্র বাছাইয়ে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। বৈধ ঘোষনা প্রার্থীরা হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গাজী সাহগীর হোসেন পাভেল ও স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন বিশ্বাস।
ব্যাংক ঋণের দায়ে শেখ আনসার উদ্দীনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ বজলুর রশিদ। তিনি এ প্রতিবেদককে জানান, শেখ আনসার উদ্দীন সোনালী ব্যাংক কর্পোরেট শাখার একজন ঋন খেলাপী।তিনি কর্মদিবসের মধ্যে ঋন পরিশোধের কোনো কাগজ পত্র দেখাতে বা জমা দিতে সক্ষম হন নাই। তাই তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।