মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া সদরের কোয়ার্টার কিলোমিটারের মধ্যে হঠাৎ করেই বেড়েছে ডাকাতি ও চুরি। বাড়িতে মানুষ অনুপস্থিত থাকলেও সেই বাসা-বাড়িতে হচ্ছে চুরি। ১৫ ও ১৭ অক্টোবর দুই গ্রামের ৯ বাড়িতে চুরি ও ডাকাতি গত ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর চুরি ও ডাকাতি হয়েছে ৩ বাড়িতে। গত বছর অক্টোবর মাসে রাজুপুর গ্রামে ডাকাতি হয়। এখন চোর-ডাকাতের ভয়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাসা বাড়ি ফাঁকা রেখে বেড়াতে বা কাজে অন্যত্র গেলেই এ ঘটনা ঘটছে।
চুরি- ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিলে বা মামলা দিলে অভিযোগ বা মামলার অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন। চুরি বা ডাকাতি হওয়া স্বর্ণালংকার, মালামাল, টাকা উদ্ধারে যেমন পুলিশের সাফল্য নেই তেমনি চোর-ডাকাত গ্রেফতারেও পুলিশের তেমন কোন সাফল্যের খবর পাওয়া যায়নি। দরজা বা জানালার গ্রিল বা গেট ভেঙ্গে চোর-ডাকাত ঘরে ঢুকছে। গত ১৫ অক্টোবর রাতে লোহাগড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাজুপুর গ্রামের বাসিন্দা সোহানের ভাড়াটিয়া বকতিয়ার রহমানের বাসায় গ্রিল ভেঙ্গে চুরি হয়েছে। নগদ ১০ হাজার টাকাসহ দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। প্রতিবেশী হাসমত শেখের ভাড়াটিয়া সুমনের বাসায় ডাকাতি হয়েছে।
গাজী আজিজুর রহমান, মোক্তার হোসেনের ভাড়াটিয়া মাকসুরুল হক সুমনের বাসায় দেড় লাখ নগদ টাকাসহ দুই ভরি সোনা লুট হয়। মোহাম্মদ মিয়ার বাড়িতে চোরে জানালা ভেঙ্গে ঢুকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।১৭ অক্টোবর রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামে মরহুম দৌলত আহম্মেদ খানের নিজ বাড়িতে ও ভাড়াটিয়া ইমরান আহম্মেদের বাসায় ও প্রতিবেশী ইকবালদের বাড়িতে চুরি-ডাকাতি হয়েছে। এরআগে মানিকগঞ্জ এলাকায় ডাকাতি হয়েছে।
গত ১ অক্টোবর দিবাগত রাতে লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামের বাসিন্দা কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দুলু মুন্সীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে শিক্ষক দম্পত্তিকে জিম্মি করে ৯ সোনা ও নগদ প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানান, ৫ জন ডাকাত ঘরের গ্রিলের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে। বাইরেও কয়েকজন ছিলো।
১ অক্টোবর দুপুরে ডাকাতি হয়েছে লোহাগড়া পৌরসভার খলিসাখালী গ্রামের বাসিন্দা লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক কাজী আল মামুনের লক্ষীপাশা ডাক বাংলো পাশর্^বর্তী বাসাবাড়িতে। শিক্ষক কাজী আল মামুন জানান, আমার স্ত্রী-পিতার বাড়িতে বেড়াতে গেছে। আমি সকালে ভাড়ার বাসা (প্রবাসী নুর ইসলামের বাড়ি) থেকে বের হই সকাল ৮টায়। বাসায় ফিরি দুপুর ১-৩টার মধ্যে। বাসায় কেউ না থাকায় চোর-ডাকাতে বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকাসহ সোনার গহনা নিয়ে গেছে।
২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার পর লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের বাসিন্দা লক্ষীপাশা বাজারের মুদি দোকানদার বিল্লাল মোল্যার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এছাড়া আরো অনেক বাড়িতে ডাকাতি হয়েছে।
লক্ষীপাশা গ্রামের শরিফুজ্জামান জানান,আমাদের গ্রামসহ আশপাশের গ্রামে অহরহ টিউবওয়েল, লোহার রড, পানির পাম্প চুরি হচ্ছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, চুরি-ডাকাতি রোধে পুলিশ দ্রুতই বড় অভিযানে নামবে। পুলিশ তৎপর রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।