মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে লোহাগড়ায় সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল লোহাগড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে লোহাগড়া শহরের নিতাই গৌর জিউর মন্দির প্রাঙ্গনে আয়োজিত গণ অনশন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন, সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার, সহ সভাপতি গৌতম দেওয়ান, পরিমল কুমার ঘোষ, পরেশ সমাদ্দার, কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস, পৌর পূজা উদযাপন পর্ষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ কুমার সরকার, তারক চাঁদ মতুয়া সংঘ লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব রনজিৎ টিকাদার প্রভাষক রুপক মুখার্জি প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।