মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-মাওয়া-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নাকশী মোড়ে বটগাছ উপড়ে রাস্তার উপর পড়ে থাকার কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বটগাছটি রাস্তার উপর থেকে অপসারণ করতে প্রায় ১৯ ঘণ্টা সময় লাগে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের মাদরাসার নাকশী এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-কালনা নড়াইল-বেনাপোল মহাসড়কে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাছটি পড়ে যায় বলে স্থানীয়রা জানায়।
এ কারণে ঢাকা বেনাপোলগামী যাত্রীবাহী বাস,অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। নড়াইল জেলা প্রশাসন,জেলা পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগীয়তায় উপড়ে যাওয়া বটগাছটি কে অপসারণ করতে সময় লাগে ১৯ ঘণ্টা। এ দিকে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান,দুপুর ২টার দিকে গাছ কেটে অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।