পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // যশোরের কেশবপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৌরশহরের মুরগী হাটা এলাকায় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ মুদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পৌরশহরের পুরাতন মুরগী হাটা এলাকায় মুদিখানার দোকানে দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকান মালিক আলতাপোল গ্রামের মৃত গোবিন্দ পালের ছেলে নয়ন পাল (৩৫) কে ২’হাজার টাকা ও একই অপরাধে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নীরেন্দ্রনাথ পাল এর ছেলে গনেশ পাল (৫০)কে ২’হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম,এম আরাফাত হোসেন বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এটা একটা মারাত্নক অপরাধ। অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে। তাদের এমন ধরনের অনৈতিক কর্মকান্ড কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা।জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।