পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের মঙ্গলকোটে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার (২৬ অক্টোবর) সকালে মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মঙ্গলকোট বাজার সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর-চুকনগর সড়কের মঙ্গলকোট বাসস্ট্যান্ড চত্বর গিয়েই শেষ করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বাসস্ট্যান্ডে সড়কের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ।
বক্তব্য রাখেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান সরদার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেজুতি সরদার, তামিম হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র প্রীতম ব্রহ্ম।
অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলীদের মধ্যে মোঃ জহুরুল ইসলাম, রওশনা আক্তার রুবি, রীতা মন্ডল, আবু দাউদ, মিনু মন্ডল, আবু শাহিন, মনিরুল আলম, সুভাষ দাশ, উজ্জ্বল কুন্ডু, আলী হাসান, আলমগীর হুসাইন, মেহেদী হাসান, অনিন্দ সেন, বিদ্যালয়ের শিক্ষার্থীগণ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বর জহির রায়হান, মেম্বর মোমেনা বেগম, বিট পুলিশের এস,আই আবুল হোসেন, গ্রাম পুলিশগনসহ বাজারবাসী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।