মুন্সী মোয়াজ্জেম,শালিখা থানা প্রতিনিধি // অন্তহীন এক রাত্রির নাম শ্যামা যার ভিতরে জায়মান অনন্ত সকাল। সে ফেটে পড়ে আতশবাজির মতো,আবার আরোগ্যের মতো দেখা দেয় ললাটে। কোথাও কোনও ঘর নেই তার,এই পৃথিবীই পথ। আমাবস্যার তিথিতে সাধারনত শ্যামাপুজা বা কালী পুজা হয়ে থাকে।
আজ এই দিনে শালিখা থানার গঙ্গারামপুর ইউনিয়নের বৈখালি পুজা মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম মোল্যার সুযোগ্য সন্তান,গড়েরহাট কাজিআয়েশা খাতুন দাখিল মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাবেরুল ইসলাম(জসিম)মোল্যা।এবং সাথে ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম,পলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মেশকাতুররহমান (বিপুল) সহ সমাজ সেবক মিন্টু মোল্যা,আওয়াল হোসেন,রিপন,সাদ্দাম হোসেন,মুসা,ডাঃআব্বাস সহ আরো অনেকে।
এসময় সাবেরুল ইসলাম (জসিম) মোল্যা প্রধান অতিথির সৌজন্য বক্তব্যের মাধ্যমে সাবাইকে শান্তি শৃঙ্খলার সাথে পূজানুষ্ঠান সম্পন্ন করার পরামর্শ ও পুজা মন্দিরের বিভিন্ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু নগদ অর্থ প্রদান করেন। এর পর মনোখালি পুজা মন্দির সহ বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।