খুলনার খবর // দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে পূর্ববিরোধের জের ধরে নূর ইসলামের নাতনি সোহাগিকে (৬) মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে মোঃ আসাবুর শেখকে (৪০) একই এলাকার নূর ইসলাম শেখের ছেলে টুটুল শেখ, কামাল শেখ, শাহাজালাল শেখ মিলে তাদের বাড়ির উঠানে ফেলে দেশীয় ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসংঘর্ষের সময় শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হয়। তাদের চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা যায়।
দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।