এস.এম.শামীম দিঘলিয়া( খুলনা)প্রতিনিধি // সরকারের ইলিশের প্রজননবৃদ্ধির জন্য মা ইলিশ সংরক্ষণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে একদিকে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ সংরক্ষণ। অপর দিকে সাগরে ও নদীতে মাছ শিকারে নিয়োজিত জেলে সম্প্রদায়কে পাশাপাশি পেশায় উদ্বুদ্ধ করা এবং জেলেদের কর্মহীন সময়ে প্রণোদনা প্যাকেজ প্রদান।
সরকারের সারাদেশ ব্যাপী গৃহীত কর্মসূচী পালনের পাশাপাশি দিঘলিয়া উপজেলা প্রশাসনও পিছিয়ে নেই এতটুকু। দিঘলিয়া উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য দপ্তর, পুলিশ, আনসার, নৌবাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের স্বেচ্ছাসেবীদের সমন্ময়ে ও সহযোগিতায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণে দিন রাত মোবাইল কোর্ট ও জোরাল অভিযান পরিচালনা করা হয়েছে। শুধু তাই নয় হাটে-বাজারেও মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে। জেলে পরিবারের মাঝে গরুর বকনা বাছুর প্রদান করা হয়েছে। প্রত্যেক মৎস্য পরিবারকে মাছ ধরা থেকে বিরত রাখতে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হয়েছে।
সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে মাছ শিকার বন্ধ ঘোষণা করেন। সরকারের সেই সিদ্ধান্তকে বাস্তবায়নে দিঘলিয়ার সকল নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ করে দেয় দিঘলিয়া উপজেলা প্রশাসন। মা ইলিশ সংরক্ষণে প্রশাসন পুলিশ, আনসার, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনীর যৌথ সহযোগিতায় আতায়, ভৈরব ও মজুদখালী নদীতে দিন-রাত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এ সকল অভিযানে হাজার হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হাটে-বাজারে মোবাইল কোর্ট ও জোরাল অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু হাট-বাজার থেকে কোন কারেন্ট জাল বা ইলিশ মাছ পাওয়া যায় নি। বিজ্ঞমহলের জিজ্ঞাসা তাহলে এত কারেন্ট জাল আসছে কোথা থেকে? এ প্রযন্ত কোনো শিকারিকেও আটক বা জেল জরিমানা করা সম্ভব হয়নি।
এদিকে গত রবিবার (২৩ অক্টোবর) দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে আতাই, ভৈরব ও মজুদখালী নদী থেকে ৭ হাজার মিটার কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত শনিবার (২২ অক্টোবর) দিঘলিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে আতাই, ভৈরব ও মজুদখালী নদী থেকে ৪ হাজার মিটার, শুক্রবার (২১ অক্টোবর) অভিযান চালিয়ে ৬ হাজার মিটার এবং গত বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) অভিযানে ৭ হাজার মিটার কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।