এম কে জামান সুমন, ঢাকা // বিভিন্ন দাবি-দাওয়া কে কেন্দ্র করে রাজধানীতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন করে।
গতকাল ২৭.১০.২২ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় থেকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল এসোসিয়েশন তথা বিএমডিসি ভবনের সামনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন এর আয়োজন করা হয়।
অন্যান্য দাবি দেওয়ার পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মূল দাবী ছিল ক্যারি অন বহাল রাখো সিজিপিএ বাতিল করো। দাবিকে কেন্দ্র করে সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে এবং বিএমডিসি ভবনের সামনে ব্যানারের মাধ্যমে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদের আয়োজন করে। শান্তিপূর্ন প্রতিবাদ সমাবেশে মেডিকেল কলেজ শিক্ষার্থী নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া পেশ করেন এবং কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।