মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের জন প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, লোহাগড়া উপপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদার,পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান,কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান,লোহাগড়া ইউপির চেয়ারম্যান মোসা: নাজমীন খন্দকার,মল্লিকপুর ইউপির চেয়ারম্যান শাহিদুর রহমান (শহিদ), ইতনা ইউপি চেয়ারম্যান সিহানুক রহমান,কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুইয়া, মোঃ পলাশ শেখ,মোঃ ফারুক হোসেন,বিশ্বনাথ দাস ভুন্ডুল,খালেদা জামান, রাজিয়া হাসান বিউটি,মল্লিকপুর ইউপি সদস্য ফকির নুরুজ্জামান,মো: এমদাদুল হক,ইউপি সদস্য মো: বুলবুল ইসলাম,লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান,সাধারণ সম্পাদক শরিফুজ্জামানসহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন,স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সকল জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তিনি এ বিষয়ে সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।