খুলনার খবর // বাংলাদেশের ক্রিকেটে ভারত অনেক বড় আক্ষেপের নাম। বারবারই তাদের কাছে হেরে হাতছাড়া হয়েছে বড় অর্জন। আজ আবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চলমান টি২০ বিশ্বকাপের মঞ্চে অ্যাডিলেড ওভালে ভারতের মুখোমুখি বাংলাদেশ দুপুর ২টায়। উভয় দলের ক্ষেত্রেই জিতলে সেমিফাইনালে ওঠার আশা খুব ভালোভাবে বেঁচে থাকবে, হারলে সম্ভাবনা হয়ে যাবে ক্ষীণ। পয়মন্ত ও ঐতিহাসিক ভেন্যু অ্যাডিলেড ওভালে আজ জেতার লক্ষ্যেই নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অল-এশিয়ান ম্যাচে আজ বুধবার দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। কিন্তু এবারের আসরে যেভাবে ব্যাট-বল ছাড়াও বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করছে, তা উদ্বেগজনক।
গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। অন্যদিকে টুর্নামেন্টে ভারত প্রথম হার মেনেছে দক্ষিণ আফ্রিকার কাছে। দুই দলই সমান চারটি করে পয়েন্ট নিয়ে শেষের আগের ম্যাচে মুখোমুখি হচ্ছে। যে দল জিতবে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে। ভারতের শেষ খেলা জিম্বাবুয়ের বিপক্ষে, পাকিস্তানের মুখোমুখি হয়ে সুপার টুয়েলভ শেষ করবে বাংলাদেশ।
ঐতিহাসিক অ্যাডিলেড ওভালের এই ভেন্যুতে মাত্র ৫টি আন্তর্জাতিক টি২০ হয়েছে এবং সেই ম্যাচগুলোতে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৮১ রানের ওপরে। আবার নিয়মিত বিগব্যাশ টি২০ আসরের ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। সব টি২০ ম্যাচ বিবেচনায় আনলে গড় দলীয় রান ১৭০! এ কারণে নিশ্চিতভাবেই এখানে আগে ব্যাট করতে হলে বড় সংগ্রহ গড়তে হবে।
৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ভারতকেও আজ জেতার জন্যই নামতে হবে। সেজন্য তারা মরিয়া হয়েই নামবে। বাংলাদেশের বোলিং লাইনআপ হাড্ডাহাড্ডি লড়াই হয়তো করতে পারবে, কিন্তু ব্যাটিং লাইন? চলতি বিশ্বকাপেও বাংলাদেশের ব্যাটিং ভালো হয়নি, শেষদিকে রান তুলতে পারেনি প্রত্যাশামাফিক এবং বারবারই নেমেছে ধস।ফিরে আসবে কি ২০১৫ সালের অ্যাডিলেডে ঘটা স্মৃতি কিংবা ২০১৯ সালে দিল্লিতে পাওয়া অধরা জয়ের দেখা মিলবে?
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।