এস.এম.শামীম দিঘলিয়া,(খুলনা) // খুলনার দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের উপ-ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতিক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন গাজী সাহাগীর হোসেন পাভেল বলে জানা যায়।আজ ২রা নভেম্বর নির্বাচন কমিশন ঘোষিত সকাল ৮টা থেকে ইভিএম মেশিন এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
প্রত্যেকটি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়,আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রত্যেকটি ভোট কেন্দ্রে আনসার, পুলিশ যেন মাঠ টি ঘিরে আছে। এর পাশাপাশি ভোট কেন্দ্র সহ রাস্তায় ছিল র্যাব,বিজিবি সদস্য এবং বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নয়টি ভোট কেন্দ্রে ভোটারদের আগমন ঘটতে থাকে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ চলতে থাকে। এরই মধ্যে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে জানা যায় বারাকপুর ইউনিয়ানে জুড়ে ১৯,১২৬ প্রাপ্ত ভোটের মধ্যে ৯,১৪৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। যার মধ্যে আনারস প্রতিক নিয়ে মোঃ কামাল হোসেন বিশ্বাস ৩০১ভোট, অপর দিকে নৌকা প্রতীক নিয়ে গাজী সাহাগীর হোসেন পাভেল ৮,৮৪৩ ভোট পেয়ে এগিয়ে থাকে ।
সূত্রে জানা যায় বারাকপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেল নৌকা প্রতীক নিয়ে ৮,৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে বিজয়ী হওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে বারাকপুর ইউনিয়ন বাসির মধ্যে এক আনন্দের জোয়ার ভেসে আসে এবং ছুটে আসে দলীয় নেতাকর্মীর সহ অসংখ্য মানুষ মিষ্টিমুখ করিয়ে গাজী সাহাগীর হোসেন পাভেলকে সানন্দে গ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।