মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি// নড়াইলের কালিয়া উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেড়লী ইউনিয়নে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউনিয়নে এস এম সাইফুজ্জামান জয়ী হয়েছেন।বুধবার (২ নভেম্বর) দলীয় প্রতিক ছাড়া এ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পেড়লী ইউপিতে ভোটার সংখ্যা ১৮হাজার ৩’শ ৭৫। এই ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জারজিদ মোল্যা ঘোড়া প্রতীকে ৩৯৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু চশমা প্রতীকে পেয়েছেন ৩৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে ভোটার সংখ্যা ৬হাজার ৫’শ ৫৪। এই ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চশমা প্রতীক নিয়ে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সাইফুজ্জামান ১৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বাদশা মোল্যা পেয়েছেন ১২৯২ ভোট।
দলীয় প্রতিক ছাড়া এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ব্যাপক থাকলেও ইভিএম এর কারনে ধীরগতিতে ভোট গ্রহন করায় ক্ষুব্ধ ছিলো ভোটাররা। অনেকের আবার ফিংগার না মেলায় ভোট দিতে না পেরে ফিরে গেছেন।অন্ততঃ ২০ ভাগ ভোটার আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না বলে জানিয়েছিলেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।