অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি//মোংলায় ডেঙ্গু প্রতিরোধে ড্রেন অবমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে ড্রেনের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন পৌর কর্তৃপক্ষ।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া এ অভিযান চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত। এ সময় পৌরসভার চৌধুরীর মোড় সংলগ্ন তাজমহল রোডের ফলের দোকানসহ শহরের প্রধান মুদি ও কাঁচা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।
এ সময় ড্রেন দখল ও বন্ধ করে তার উপরে অবৈধ স্থাপনা তৈরি করে দোকানপাট করার দায়ে এক মুদি ও পাঁচ ফল দোকানীর প্রত্যেক এক হাজার টাকা করে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
অভিযান শেষে পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শহরের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ড্রেনগুলো অবমুক্ত করার অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। কারণ ড্রেনে ডেঙ্গুর বংশবিস্তারের সুযোগ রয়েছে। সকল ড্রেনের উপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন পরিস্কার করে ডেঙ্গুর বংশবিস্তার প্রতিরোধ করতে হবে।
কাল শনিবার বিকেলে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে এ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হবে। এজন্য সকলকে সহায়তা করতে হবে বলেও জানান তারা। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ড্রেনের পাশাপাশি সকলের বাড়ীঘরের আঙ্গিনাও ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য প্রচারণাও চালানো হচ্ছে। তারা আরো বলেন, পৌর শহরের অলিগলির সকল ড্রেন অবমুক্তর জন্য কয়েকদিন ধরেই মাইকিং করা হচ্ছে। তাতেও ব্যবসায়ীরা ড্রেন অবমুক্ত না করে তাদের অবৈধ স্থাপনা দিয়ে রাখায় এ অভিযান শুরু করা হয়েছে। সকল ড্রেন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। শহরের বেশির ভাগ ড্রেনই অবৈধ দখলদারূের দখলে রয়েছে। সামনের দিনের অভিযান আরো বেশি কঠোর হবে বলেও জানান তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।