অতনু চৌধুরী রাজু বাগেরহাট জেলা প্রতিনিধি // বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসবে থাকছে পূজা-অর্চনা ও পূর্ণ স্নান। তবে বনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও বসবেনা মেলা। দুবলার চরের আলোরকোলে রোববার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। রোববার সন্ধ্যা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা,এরপর মঙ্গলবার ভোরে পূর্ণ স্নানের মধ্যদিয়ে শেষ হবে এ রাস উৎসব। এ উপলক্ষে সেখানে সমাবেত হয়েছেন কয়েক হাজার পূর্ণার্থীরা।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনবিভাগের বিধি নিষেধ মেনেই পূর্ণার্থীরা দুবলার চরে যাতায়াত করবেন। আর তাদের নিরাপত্তায় সেখানে বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ড,র্যাব, পুলিশ, নৌপুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ বিধি নিষেধ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার থেকে শরণখোলা রেঞ্জসহ পশ্চিম সুন্দরবন বিভাগ থেকে দুবলার রাস উৎসবে গেছে বহু সংখ্যক ট্রলার ও সনাতন ধর্মাবলম্বীরা। তবে রাস উৎসব চলাকালে সেখানে অন্য ধর্মের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছেনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।