খুলনার খবর// সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের আনসার ও ভিডিপির সভানেত্রী এবং মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা পদক পেয়েছেন। সারাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য পদক দেওয়া হয়েছে।এবং তিনি এই পদক পেয়েছেন।গত ১৮ জানুয়ারি তারিখে তিনি পদক প্রাপ্তির জন্য পাইকগাছা উপজেলা থেকে মনোনীত হন।
গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে ৪২তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর পক্ষে বাহিনীর সদস্যদের মাঝে এই পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এদিকে নারী নেত্রী রাজিয়া সুলতানা পদকপ্রাপ্ত হয়ে পাইকগাছার শাপলা চত্বরে পৌছালে তাকে গণ সংবর্ধনা জানান, কপিলমুনি ইউনিয়ন আনসার ও ভিডিপি এর সভাপতি মোঃ নুর ইসলাম ,কপিলমুনি ইউনিয়ন আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক প্রীতিশ মন্ডল, আব্দুল লতিফ, রিপনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।