পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের সীমান্ত এলাকা বৃহত্তর নরনিয়া কালীবাড়ি (অলিপুর) সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজনে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মহাশ্মশান কমিটির সভাপতি জয়দেব আঢ্য-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সভাপতি জয়দেব আঢ্য। সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানে পরিচালনা কমিটির পক্ষ হতে আগত অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পর গীতা থেকে পাঠ করেন, সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশান মন্দিরের পুরোহিত দেবশীষ চক্রবর্ত্তী।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রী শ্যামল সরকার, সম্মানিত ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ডুমুরিয়া থানা অফিসার ইনর্চাজ শেখ মােঃ কনি মিয়া, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি,এম ফারুক হোসেন, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক গোবিন্দ ঘোষ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশান মন্দির কমিটির প্রধান উপদেষ্টা প্রাক্তন প্রধান শিক্ষক আশুতোষ নন্দী, প্রহ্লাদ ব্রহ্ম প্রমূখ।
সার্বিক পরিচালনায় ছিলেন, সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশান নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি ভানু মিত্র, সাধারণ সম্পাদক জয়দেব মণ্ডল ও কোষাধ্যক্ষ বিধান তরফদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম কুমার দে-সহ নেতৃবৃন্দ, সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ।
বক্তব্য শেষে প্রধান অতিথি খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহা নামযজ্ঞ-এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।