মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী সদর উপজেলার বিজয়পুর-বেনাডোব খেয়া ঘাটে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন,ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। ধারণা করা হচ্ছে,৪-৫ দিন আগে মারা গেছেন তিনি।মরদেহের শরীরে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কি না,তা এখনও বোঝা যাচ্ছে না। নড়াইল সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।