খুলনার খবর // সিডনিতে আজ বুধবার (৯ নভেম্বর) টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।খেলাটি শুরু হবে বেলা ১২টার সময়।
চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড নিঃসন্দেহে অন্যতম ভয়ঙ্কর দল। কেন উইলিয়ামসনের টিম এখনও একটি ম্যাচও হারেনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপরা এবারও রয়েছে দুরন্ত ছন্দে। অস্ট্রেলিয়ার মাটিতে কাপ জেতার লড়াইয়ে এবার এক নম্বর টিম হিসেবে বিবেচিত নিউজিল্যান্ড।
পাকিস্তানের সব থেকে বড় শক্তি তাদের বোলিং লাইনআপ।তাদের সেমিফাইনালে পৌঁছানোর পিছনে স্পিনার শাদাব খানের বড় ভূমিকা রয়েছে। খুব স্বল্প সংখ্যক বোলার যারা বিশ্বকাপে ১০ উইকেট তুলে নিয়েছেন তাদের মধ্যে শাদাব অন্যতম। এছাড়াও পেসারদের মধ্যে শাহিন আফ্রিদিও ফর্মে ফিরছেন ধীরে ধীরে।
এদিকে ছন্দে নেই বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানের পারফরম্যান্সও আহামরি নয়। তবে এই ওপেনিং জুটি যদি দাঁড়িয়ে যায়, তবে নিউজিল্যান্ডের কপাল পুড়বে। যেমন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিরাট কোহলিদের ধ্বংস করে দিয়েছিল বাবর-রিজওয়ান জুটি। এই জুটি ভাঙতেই হবে নিউজিল্যান্ডকে।
ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেরই সেরা ফাস্ট বোলারদের তালিকায় আছেন। সাউদি এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক। একটু বেশি রান দিলেও লকি ফার্গুসনও উইকেট নিচ্ছেন নিয়মিত। এখন দেখার বিষয়,নিউজিল্যান্ডের পেসাররা সেমিতে পাকিস্তান ব্যাটিং অর্ডারে ফাটল ধরাতে পারেন কিনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।