খুলনার খবর // যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত বারেক গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীরা জানান,নিহত আবুল কাশেম হাসপাতাল সড়ক থেকে যশোর-বেনাপোল মহাসড়কে উঠলে বেনাপোলগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।