কেশবপুর,যশোর প্রতিনিধি // কেশবপুরে বাল্যবিয়ের কারণে বরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।কেশবপুর উপজেলা সহকারী কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে,উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের আজিজুর রহমান মোড়লের মেয়ে রঘুরামপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রণীর ছাত্রীর শুক্রবার (১১নভেম্বর) বিয়ের দিন ছিলো। বিয়ের সকল আয়াজন শেষ করে কনে পক্ষ।
জুম্মার নামাজের পর শার্শা উপজেলার গাগা ইউনিয়নের রুদ্ধপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন ৫ টি মাইক্রবাস নিয়ে বরযাত্রীসহ কনের বাড়িতে বিয়ে করতে আসেন। গোপন সুত্রে খবর পেয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান কনের বাড়িতে গেলে বরযাত্রীরা পালিয়ে যায়। এসময় বাল্যবিয়ে দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিয়ের সকল আয়াজন বন্ধ করে দিয়ে বর সাদ্দাম হাসনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।