এস.এম.শামীম দিঘলিয়া // দিঘলিয়ার ৩ নং সদর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড মহেশ্বরপুর এলাকায় ১২ নভেম্বর সকাল ৯ টায় দু পক্ষের মধ্যে ঘর ভাংচুর ও সংঘর্ষের সৃষ্টি হয়।
সুত্রে জানা যায়,বারাকপুর পৈত্রিক সুএের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ হারুন ঢালী ও সোলায়মান গং দের মধ্যে বিরোধ চলে আসছিল।একপর্যায়ে ১২ ই নভেম্বর সকাল ৯টার দিকে হারুন ঢালী তার লোকজন নিয়ে সোলায়মান গং এর জমির ওপর ঘর তুলতে যায় এবং দুই পক্ষই উক্ত জমির মালিকানা দাবি করে পরে হারুন ঢালীর লোকজন বাক বিতান্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও রাম দা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে সোলায়মান গং এর পরিবার সাংবাদিকদের জানান, যে হারুন ঢালী পূর্বপরিকল্পিতভাবে এলাকার বাহির হতে লোকজন নিয়ে আসে জমি জোর দখল করার জন্য এমনকি পুলিশ সময় মতো না পৌঁছালে হারুন ঢালীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল।এসময় কিছু ভিডিও ফুটেজে দেখা যায় হারুন ঢালীর লোকজন এর হাতে রাম দা ও লাঠি রয়েছে।
এবিষয়ে হারুন ঢালী ও তার মেয়ের সাথে কথা বললে তারা জানান,সোলায়মান গং এর পক্ষ থেকে যা বলা হয়েছে সবই মিথ্যা ও বানোয়াট উক্ত জমি আমাদের এবং আমাদের জমির ওপর ঘর তুলতে গেলে পাল্টা ওরাই আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং মারধর করার চেষ্টা চালায়।
এবিষয়ে সোলায়মান গং এর পরিবার সুএে জানা যায়,উক্ত জমি নিয়ে মামলা চলছে মামলার রায়ে জমি আমাদের কিন্তু হারুন ঢালী জোর পূর্বক দখলের চেষ্টা চালায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।