খুলনার খবর // বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে আজ বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার চাদপুর ইউনিয়নের জুংগলি জিকে ক্যানেলপাড়ায় এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. বেনজীর আলম ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারর।
কৃষি সমাবেশ শেষে ৭৫ জন কৃষকদের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিওপি রাসায়নিক সার এবং পাঁচজন কৃষকের মাঝে পাঁচটি সিডার যন্ত্র বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য অতিথিরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।