বাগেরহাট প্রতিনিধি // ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্বোবনী মেলা রবিবার বিকালে শেষ হয়েছে। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদের সভাপত্বিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাটে দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭টি স্টলে বিভিন্ন সিরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। মেলায় সরকারি প্রতিষ্ঠানের স্টলগুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে।
সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও জানান হয় স্টলে। কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করছে।
ডিজিটাল উদ্ভাবনীতে নৌবাহিনীর মোংলা বিএন স্কুল এন্ড কলেজ প্রথম, চিতলমারী শহীদ কালিদাস বড়াল স্মৃতি কলেজ দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বাগেরহাট সরকারী পিসি কলেজ। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ১৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।