এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা // দিঘলিয়ায় গৃহহীনদের জন্য চতুর্থ পর্যায় ঘর নির্মাণ সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় খুলনার দিঘলিয়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১ম ও ২য় পর্যায়ে ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ প্রদান করে পুনর্বাসিত করা হয়েছে। ৩য় পর্যায়ে এ উপজেলায় ১০০ টি ও ৪র্থ পর্যায়ে ১০২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে। ৩য় পর্যায়ের ১০০ টি ঘর নির্মাণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
সরজমিনে দিঘলিয়া ঈদগাহের পিছনে ভৈরব নদীর তীর সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে দেখা যায়,৯ টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।এবিষয়ে উপজেলা প্রশাসের পক্ষ থেকে জানা যায় এবারে চতুর্থ পর্যায় যে ঘর নির্মাণ হচ্ছে সেগুলো তদারকি করার জন্য কমিটি গঠন করা হয়েছে এমনকি বিভিন্ন স্থানে সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিনিয়ত তদারকি করছেন বলেও জানান।
তবে চতুর্থ পর্যায়ের ঘর নির্মাণে এলাকাবাসীর সন্তোষ প্রকাশের বিষয় জানতে চাইলে তারা অনেকে বলেন এবার সর্বক্ষণ উক্ত কাজের তোদেরও কি করছেন রঞ্জিত রায় উক্ত প্রশংসনীয় বিষয়টি রঞ্জিত রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন পূর্বের কথা জানিনা বর্তমানে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।