মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি // খুলনার কয়রার দেওলিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের মৎস্য ব্যবসায়ীদের ঘরে আগুন লাগে। প্রায় একঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল ও মনিরুল ইসলামের মৎস্য ব্যবসার ঘরে থাকা ককসেট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশ্ববর্তী গাজী ট্রেডার্সের ক্রোকারিজের দোকান মুহুর্তের মধ্যে পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে মুনছুর মোড়লের বসতি ঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকানসহ আশপাশের কিছু ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
তাৎক্ষণিক খবর পেয়ে কয়রা ফায়ার সার্ভিস ও পুলিশ সদসরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় পৌনে একঘন্টার অভিযানে আগুন নেভানো সম্ভব হয়। কোন মানুষ হতাহত না হলেও আসবাবপত্র, অবকাঠামোসহ দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।স্থানীয় হাসিনা খাতুন বলেন, কয়রা উপজেলায় দেওলিয়া বাজারের মনিরুল সানার ভাড়াটিয়া ঘরে আগুন লাগে। কিভাবে লেগেছে সেটা জানিনা।প্রত্যক্ষদর্শী মোঃ রাসেল আহমেদ জানান, মৎস্য ব্যবসায়ি আফজালের ঘরের দরজার মুখে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। এক মিনিটের মধ্যে ককসেট এ লাগা আগুন মুহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য মাছুম বিল্লাহ বলেন, মুকুলের ক্রোকারিজের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া কয়েকটি চায়ের দোকান ও বসতঘর পুড়ে যায়।কয়রা স্টেশনের ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌনে একঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।