পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সূচনা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান বৃহস্পতিবার (১ ডিসেম্বর)বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রভাষক রুবিয়া খানম ও অভিভাবক আব্দুস সাত্তার, সাংবাদিক এস আর সাঈদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, শিক্ষার্থী অর্ক পাল,তাহসিন জাহান আন্নি,জিনিয়া আফরিন শশী,সামিয়া ইয়াসমিন বুশরা,মারিয়া সুলতানা ইভা,লামিয়া খান শিমু প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করে অর্ক পাল।সংগীত পরিবেশন করে তপস্যা ভৌমিক ও আবু সুফিয়ান।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাল ফলাফল অর্জন করতে হবে। কোন ভয় ভিতি নয়, নির্ভয়ে পরীক্ষা দিবে। শিক্ষার্থী অর্ক পাল বলে,আমরা পাঁচ বছর এ বিদ্যালয়ে অধ্যাপনা করার মধ্য দিয়ে অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দিবেন বলে কেঁদে ফেলে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।