পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের প্রাণনাশের হুমকী ও বীরমুক্তিযোদ্ধা এবং তাদের মা-বোনদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ গালিগালাজ দেওয়ায় মুক্তিযোদ্ধা বিরোধী, যুদ্ধাপরাধী দল এবং নাশকতা মামলার আসামীর সন্তান আলমগীর সিদ্দীকি টিটুসহ তার সহযোগীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রজম্মদের আয়োজনে শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে কেশবপুর শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে (ত্রিমোহনী মোড়) ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোহাম্মদ আলী, সাবেক এম,এন,এ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুবোধ মিত্র-এর পুত্র অ্যাড. মিলন মিত্র, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম-এর পুত্র সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
উল্লেখ্য, উক্ত মোঃ আলমগীর সিদ্দীকি টিটু (৪০), পিতা-আবু বক্কার, সাং-বারুইহাটি, থানা-কেশবপুর, জেলা-যশোর বর্তমানে সাং-হাবাসপোল, (হাসপাতালের পূর্ব পাশে) আমাকে ও আমার ছেলেদেরকে মেরে ফেলার হুমকী দেয় বলে সমাবেশে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন।
এ লক্ষে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেশবপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম কেশবপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন যার নং ৩৬, ০১-১২-২০২২ ইং।প্রকাশ, আসামি গ্রেপ্তারসহ বিচার না হওয়া পর্যন্ত বিভিন্ন আল্টিমেটাম ঘোষনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।