মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা // নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল সদরের এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম রমজান (২৫) সে নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ স্থানীয় সূত্রে জানায়, চার সহযোগী সহ নিহত ওই চালক রমজান শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায়চালিত ইটভাঙা গাড়ি নিয়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের ঢাল দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
এসময় অন্যরা সরে গিয়ে রক্ষা পেলেও রমজান মেশিনের নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তাকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।