চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার গিরীশনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিলা খাতুন (৮) গিরীশনগর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে এবং গিরীশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে আজিলা খাতুন বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল।এ সময় রাস্তার ওপর উঠলে চলন্ত একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই আজিলা খাতুন মারা যায়।
এ ব্যাপারে দর্শনা থানার ওসি লুৎফুল কবির বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আজিলার পরিবারের সিদ্ধান্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।