বাগেরহাট প্রতিনিধি // বিএনপি যতই হুঙ্কারই করুক, বাংলাদেশের মানুষ যদি এক থাকে ওরা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন।
গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া ফুটবল মাঠে শিবপুর ও হিজলা ইউনিয়নের অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। ওদের নেতা তারেক জিয়া নাকি ১১ তারিখ দেশে আসবে, কই ১১ তারিখ তো পার হয়ে গেছে।
তিনি আরো বলেন, তারেক জিয়া মুচলেকা দিয়ে বিদেশে গেছেন। আবার খালেদা জিয়ার নামে যে মামলা, তাও তাদের নিজেদের লোকই দিয়ে গেছেন। মঈন সাহেব বুবু বলে খালেদা জিয়াকে সালাম করতেন, সেই বুবুর বিরুদ্ধেই মঈন মামলা দিয়ে গেছেন। এ মামলা তো আওয়ামী লীগ দেয়নি। এখানে আওয়ামী লীগের দোষ কী? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই; বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে আছেন; তার নেতৃত্বে দেশ চলছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে।’
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক পীযুষ রায়, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মিয়া ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর উকিলসহ আরো অনেকে।
এদিন চিতলমারী উপজেলার চরচিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে বসে উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে সাত হাজার কম্বল বিতরণ করা হয়।কম্বলের সঙ্গে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দেয়া অনুদানের চেকও হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন তিনি।এছাড়া সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন রহমতপুর ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন, মৈজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও উপজেলা আনসার ব্যারাক উদ্বোধন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।