শরিফুল ইসলাম // হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো খুলনা নগরী।আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ঘরের বাইরে এসে অপ্রস্তুত নগরবাসী মুখোমুখি হয়েছেন তীব্র কুয়াশার। পাশাপাশি ছিল হালকা শৈত্য প্রবাহ। সূর্য উঠলেও দিনের শুরু থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত তার দেখা মেলেনা।হঠাৎ কুয়াশায় কিছুটা বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।শীতবস্ত্রের অভাবে অনেকেই পড়েছেন অসহায় হয়ে।
আবহাওয়া অধিদপ্তর জানান, শীতের মৌসুম শুরু হলে তাপমাত্রার কিছু তারতম্য হয় যার ফলে সকালে তাপমাত্রার পরিমাণ খুবই কম থাকে ফলে কুয়াশার সৃষ্টি হয়। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লে কুয়াশা কেটে যায়।
এদিকে আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক কুয়াশাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।