মাগুরা প্রতিনিধি // দেশব্যাপী ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এসব মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে মাগুরার ৩টি মহাসড়ক রয়েছে। এ সড়কগুলো হলো- মাগুরা সদর উপজেলার রামনগর মোড় থেকে আবালপুর পর্যন্ত ভূমি অধিগ্রহনসহ ১০৪.৭৭ কোটি টাকা ব্যয়ে ১০.১৫ কিলোমিটার প্রশস্ততায় উন্নীতকরণ ও শহরের মধ্যে ৪ কিলোমিটার সড়কাংশ ৪ লেনে উন্নীতকরণ।
এছাড়া জেলার শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কে ৩৬.৯০ কোটি টাকা ব্যয়ে ১৪.৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক, আড়পাড়া-শালিখা ২৬.২৩ কেটি টাকা ব্যয়ে ১০.১৯৫ কিলোমিটার জেলা মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ, মজবুতীকরণ ও সার্ফেসিং করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,পুলিশ সুপার মো.মশিউদ্দৌলা রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহাদাত হোসেন মাসুদ, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দারি টুটুল, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।