বটিয়াঘাটা প্রতিনিধি // খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের (মল্লিককের মোড়) দাউনিফাঁদ এলাকায় লুর্দের রাণী মা-মারিয়া গীর্জায় বড়দিনের পূর্ব প্রস্তুতি প্রাক বড়দিন গতকাল শুক্রবার বিকাল চারটায় স্থানীয় গীর্জা চত্বরে অনুষ্ঠিত হয় ।
গীর্জার সভাপতি বিণা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার তেরেসা সিশনারীস অফ চ্যারিটি ফাদার সেরাফিন । গীর্জার সাধারণ সম্পাদক পুতুল পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বিশ্বাস,আলবার্ড পান্ডে,এ্যাঞ্জিলা পান্ডে,সুশান্ত বিশ্বাস,গিলবার্ড পান্ডে,জন বৈধ ,কৃষ্ণা মধু,সুমা মন্ডল,মিতা মজুমদার চুমকি রায় প্রমূখ।প্রার্থনা শেষে কেক কেটে গডপুত্র প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালিত হয় ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।