চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির ২০২২-২৩ মাড়াই মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিনিকলের কেন কেরিয়ারে আখ ফেলে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।কেরুর আখ মাড়াই ও চিনি উৎপাদনের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান আপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
এবছর কেরু অ্যান্ড কোম্পানির মাড়াই চলবে ৫৩ কার্যদিবস। আখ মাড়াই হবে ৬২ হাজার মেট্রিক টন। ৩৮৪ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে ৪ হাজার ২৩০ একর জমিতে আখ চাষ হয়েছে। কৃষকদের কাছ থেকে ১৮০ মণ দরে আখ কেনা হচ্ছে।
এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুসহ কেরুর কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক নেতা ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।