মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটায় উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া এলাকায় মহানন্দ মন্ডল (৬৭) হত্যার জট খুলেছে।সে ওই এলাকার মৃত মনোহর মন্ডলের পুত্র।
উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে মহানন্দ ও তার স্ত্রী বিজলী মন্ডল রাতের খাবার খেয়ে বসত ঘরের বারান্দায় মেঝেতে ঘুমিয়ে পড়ে।এসময় স্ত্রী বিজলী ও তার বড় এবং মেজ জামাইয়ের পরোক্ষ সহযোগিতায় স্বামী মহানন্দকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলে। পরবর্তীতে স্ত্রী বিজলী মিথ্যা অচেতনের নাটক তৈরি করে।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বটিয়াঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে বটিয়াঘাটায় থানায় ৩০২ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে । যার মামলা নং-১০, তারিখ ২১/১২/২০২২ইং ।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, ওসি (তদন্ত) মোঃ জাহিদুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নূর ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর অধিকতর তদন্তে স্ত্রী বিজলী মন্ডল ঘটনায় জড়িত মর্মে সম্পৃক্ততা পায়।এরপর বিজলীকে থানায় ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্ৰহন করে।পরবর্তীতে গতকাল ২৬ ডিসেম্বর সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান’র আদালতে ১৬৪ ধারায় স্বামী হত্যার দায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ওই দিনই তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।