পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের ঐতিহ্যবাহী মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক,অভিভাবক,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহুরুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদ আজিম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মৌমিতা চৌধূরী ও এস,আই আবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা,অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী, ডাঃ তরুন কুমার সিংহ,প্রাক্তন ইউপি সদস্য মধুসূদন ঘোষ, মিষ্টি মণ্ডল,বিল্লাল হোসেন,শাহিনুর ইসলাম,মোস্তাফিজুর রহমান, ডাঃ নজর উদ্দীন সানা,রাশেদ বিশ্বাস,শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক প্রভাত কুমার রায়, রওশনা আক্তার রুবি,রীতা মন্ডল,আবু দাউদ, মিনু মন্ডল, আবু শাহিন,মনিরুল আলম, সুভাষ দাশ, উজ্জ্বল কুন্ডু, আলী হাসান,আলমগীর হুসাইন, মেহেদী হাসান,অনিন্দ সেন প্রমূখ।
পরীক্ষায় ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে নন্দীতা দাস, সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোঃ খালিদ হাসান, অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোঃ আতিক হাসান, নবম থেকে দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মীর তৌফিক এলাহি এবং বিদ্যালয় থেকে ১৭০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১৪০৪ নম্বর পেয়ে সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ মোঃ খালিদ হাসান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় মিলন চৌধুরী-এর পক্ষ থেকে তাঁর কন্যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মৌমিতা চৌধূরী ৫ জন শিক্ষার্থীকে ২০১৪ সাল থেকে প্রত্যেককে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।