সর্দার বাদশা,নিজস্ব প্রতিনিধি // খুলনা ডুমুরিয়া বারোআনি বাজার ব্যবসায়ীদের আয়োজনে ডুমুরিয়া থানা পুলিশের সাথে বাজার নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৩১শে ডিসেম্বর শনিবার রাত ৯ ঘটিকায় ডুমুরিয়া বারোআনি বাজার কমিটির কার্যালয় বাজার কমিটির আহবায়ক শ্যামল দাসের সভাপতিত্বে, সদস্য সচিব খান মহিদুল ইসলামের সঞ্চালনায় বাজার ব্যবসায়ী এবং থানা পুলিশের সমন্বয়ে ডুমুরিয়া বাজারের শান্তি শৃঙ্খলা রক্ষা, চুরির রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন আমাদের সকলকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি অধিক দায়িত্বশীল এবং নৈশ পুরোহরীদেরকে নিজ দায়িত্বে অধিকতর সতর্ক হয়ে বাজার পাহারা দিতে হবে। ডুমুরিয়া থানা পুলিশের পক্ষে সেকেন্ড অফিসার শ্রী লক্ষণ চন্দ্র দাস এবং সাব ইন্সপেক্টর হাসানুজ্জামান বলেন ডুমুরিয়া থানা পুলিশ সর্বদা আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। বাজার নিরাপত্তায় রাত্রে প্রতি দোকানের সামনে ব্যবসায়ীরা আলোপতি জ্বালিয়ে রাখবেন, যেহেতু মহাসড়কের পাশে ডুমুরিয়া বাজার সেক্ষেত্রে নৈশ প্রহরীদেরকে অধিকতর সতর্ক হয়ে দায়িত্ব পালন এবং কঠোরভাবে বাজারে পাহারা দিতে হবে, রাত বারোটার পর বাজারের ভিতর কোনো প্রকার অপরিচিত লোক চলাচল করলে তাদের গতিরোধ করে পরিচয় নিশ্চিত করবেন। সন্দেহজন কাউকে পেলে থানা পুলিশের সহযোগিতা নিবেন। ডুমুরিয়া থানা পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী দিবস দেবনাথ, ভোলানাথ ভদ্র, বিদ্যুৎ চক্রবর্তী, প্রণব কুমার অক্ষয়, অশোক ভদ্র, বারোআনী বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বকুল, তুষার কান্তি দত্ত, তরুণ কুন্ডু, শিমুল রানা, সৈয়দ সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, নৈশো প্রহরী কমান্ডার আব্দুর রহমান বেপারী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।