মেহেরপুর প্রতিনিধি // মেহেরপুরের গাংনী উপজেলার মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
বই উৎসবে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আল ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব প্রভাষক শফি কামাল পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর হক।
এসময় বক্তব্য রাখেন মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) শিক্ষক হারুন অর রশীদ, খলিলুর রহমান, সৈনিক লীগ নেতা জিয়াউর হক জিয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন-মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইছার উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।