মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি // নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবিতে ৩ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার বড়দিয়া ফেরীঘাটের দক্ষিণ দিকে থেকে ষষ্ঠ ও শেষ লাশটি উদ্ধার করা হয়। ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাতে কালিয়ার নবগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় ওই রাতেই মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মধ্যে ৯ জন প্রানে বেঁচে যান এবং নিখোঁজ ৪ জনের উদ্ধার অভিযান অব্যাহত থাকে।
পহেলা জানুয়ারী বাবুপুর গ্রামের টুকু শেখের ছেলে লাবু চৌকিদার (৩২) ও জোকার চর গ্রামের মৃত বদিয়ারের ছেলে খানজাহান আলী ওরপে খাজা (৫২)সহ ২ জন,২ জানুয়ারী বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের ছেলে রয়েল মোন্ডল ও ৩ জানুয়ারী সকাল ৯টা ৪০ মিনিটে বড়দিয়া ফেরীঘাট এলাকা থেকে কালিয়ার মৃত খালেক শেখের ছেলে মাহামুদ শেখের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। নৌকা ডুবির ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহাবুব আলম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।